প্রতিষ্ঠানের তথ্য
কাহালু সদ্দিকিীয়া কামিল মাদ্রাসা হলো বগুড়া জলোর অর্ন্তগত একটি ঐতহ্যিবাহী শক্ষিা প্রতষ্ঠিান, যা কাহালু উপজলোয় অবস্থতি এবং ১৯৪০ সালে প্রতষ্ঠিতি হয়ছে এই প্রতষ্ঠিানটি এবতদোয়ি র্পযায় থকেে কামিল র্পযায় র্পযন্ত শক্ষিা প্রদান করে এবং বগুড়া জলো ও কাহালু উপজলো র্পযায়ে শ্রষ্ঠে শক্ষিা প্রতষ্ঠিান হসিবেওে নর্বিাচতি হয়ছে
নাম: কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা।
অবস্থান: কাহালু উপজেলা, বগুড়া জেলা, বাংলাদেশ।
প্রতিষ্ঠাকাল: ১৯৪০ সাল।
শিক্ষা কার্যক্রম: এবতেদায়ি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়।
নম্বর: ১১৯৫৮৫।
উল্লেখযোগ্য তথ্য
এই মাদ্রাসাটি জ্ঞানার্জনের আলো বিকিরণ করে আসছে এবং এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
এটি বগুড়া জেলা ও কাহালু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পেয়েছে।
প্রতিষ্ঠানটিতে এবতেদায়ি থেকে ফাজিল পর্যায় পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
